মানসী তোমাকে মনে পড়ে আজো বারবার,
কাছে পেতে বিরহ কাতর মনটা আমার।
তোমার স্মৃতিগুলো মনে পড়ে যতো,
দংশন করে হৃদয়টাকে বৃশ্চিকের মতো।
জীবন যুদ্ধে ক্লান্ত আমি বড় অসহায়,
ইচ্ছেগুলো মরে গেছে চরম বিষন্নতায়।
অমানিশার আঁধারে পথ গেছে হারিয়ে,
তোমাকে শুধু খুঁজে বেড়াই পাইনি হাতড়িয়ে।
আমার হৃদয় এখন আকুলভাবে খোঁজে তোমাকে,
তুমি এসে শান্তি দাও অতৃপ্ত হৃদয়টাকে।
পৃথিবীর সব কটি বাধাকে ভেঙ্গে চুরমার,
চলে এসো মিলনের মোহনায় পেতে অধিকার।
অপবাদের মালা ছুড়ে ফেলে রেখে পদতলে,
পরাতে এসো প্রণয়ের মালা আমারই গলে।
তোমার পথ পানে চেয়ে প্রতীক্ষায় আমি,
সারাজীবন থাকবে বুকে বলেছিলে তুমি।
সকল বাধা ছিন্ন করে তুমি এসো চলে,
দুঃখগুলো যাবে মুছে তোমাকে পেলে।