সুখ খুঁজতে নেমেছো তুমি সাগরের জলে,
আর আমিও খুঁজছি সুখ, গহীন কোন জঙ্গলে।
নিত্য সঙ্গী যখন তোমার ঢেউয়ের কলতান,
আমি তখন শুনি হাজারো অচেনা পাখির গান।
খুঁজতে শান্তি জলের মাঝে করো অবগাহন,
বনের মাঝে দোলা দেয় মনে মৃদুমন্দ সমীরণ।
দুজনেই সুখ খুঁজে বেড়াই নিজের মতো করে,
সুপ্ত বাসনা লুপ্তই থেকে যায় দুজনের অগোচরে।
সাগর জল মেঘ হয়ে ধরণী ভেজায় বৃষ্টির জলে,
প্রণয়ের সুখে নাচে ময়ূর রঙিলা পেখম তুলে।
জল আর স্থল হয়ে যায় একান্ত আপনজন,
কেউ কাউকে ছাড়তে পারেনা থাকায় নাড়ীর টান!
আবার বনের বুকের মাঝ দিয়ে চলা নদীর জল,
মিলন সোহাগে ভরে দেয় তার শেষ আশ্রয় স্থল।
কি অপূর্ব ভাব বিনিময় বৃষ্টি, নদী, মাটি আর জলে,
কখনও কেউ কাউকে ভুলে যায়না অভিমান ছলে।
যেয়ে দেখো সাগর জলের গভীর থেকে গভীরে,
দেখবে মাটি আর জল মিশে আছে প্রণয়ের ডোরে!
পৃথিবীর বুকে কারো কাছ থেকে কেউ দূরে নয়,
কোন না কোন ভাবে জড়িয়ে রয়েছে অদৃশ্য মায়ায়!
জগতের সকল সুখ যখন মিশে আছে একসাথে,
চলো এক সুরে গেয়ে যাই গান, হাত রেখে হাতে।