অনুরাগহীন অতি আবেগের বশে দুহাতে যা কিছু ধরেছ,
যুক্তির ধার ধারনি বলে তার সবটুকু আজ হেরেছ।
মননশীল না হয়েও যতই চেয়েছে নাড়াতে মনের রসায়ন,
তপ্ত অঙ্গারে পুড়েছ হাত অবশেষে রাখতে শপথের মান!
এত সব দেখে কবি মন নীরবে মুষড়ে গেছে হতাশায়,
গল্পকারও মনের দুঃখে লিখেনি গল্প কাগজের পাতায়।
উপদেশ নেবার মতো মন ছিলনা তোমার কোনদিন,
তাই জেনে শুনেই কেহ দেয়নি সাড়া, তুমি হলে সঙ্গীবিহীন।
বাস্তবতার করুণ কষাঘাত চাবুকের আঘাতকেও হার মানাল,
মিলাতে পারোনি জীবনের কোন হিসেব, শুধু অশ্রু ঝরালো!
নদীর বানের মতো ধেয়ে আসা তোমার একপেশে ভালোবাসা,
দুখের সাগরে ভাসালো তোমায়, সাথে হারালে সব আশা-ভরসা।
নীল জলের নেশায় পড়ে দিনে দিনে নিজেকে করেছো নিঃশেষ,
আকণ্ঠ পান করা তরল বিষে ভুলতে চেয়েছো জীবনের যত ক্লেশ।
এত করেও বাঁচাতে পারোনি তোমার অতি আবেগী ভালোবাসা,
মিথ্যে মায়া লাগেনি জোড়া, বুজলে যখন কাটলো তোমার নেশা!