কি থেকে কি বলেছিলাম তোমাকে সেদিন,
ভাবছি এখন কথাগুলো বলা উচিত হয়নি আমার।
না বললেই বোধ হয় ভালো হতো,
অন্তত সম্পর্ক ভাঙ্গার অপবাদটা নিতে হতো না।
অন্ধ বিশ্বাসের ঘরে তোমার লাগানো আগুনে পুড়ছিলাম আমি,
ছিলাম হিতাহিত জ্ঞানশূন্য মানুষ নামের এক অমানুষ!
নির্দয়, নিষ্ঠুরের মতো তোমাকে বলেছি অবলীলায়,
এখনি চলে যাও আমার জীবন থেকে।
বুকের ভিতরে ধাবমান অশ্বের ক্ষুরাঘাতে,
প্রতিটি মুহূর্তে বেহুস হচ্ছিলাম আমি।
চোখে ফুটেছিল অসংখ্য গোলাপের কাঁটা,
যন্ত্রণায় একেবারে অন্ধ ছিলাম আমি।
মাতাল মস্তিষ্ক নিয়ে ভাবতে পারিনি একবারও,
মেঘের আঁধার কাটলেই উজ্জ্বল রোদ্দুর হাসবে।
তোমার প্রিয় আরশিটাও ভেঙ্গেছি মেঝেতে ফেলে,
ভাঙ্গা টুকরোতে এখন দেখি আমার খণ্ডিত অবয়ব।
সেদিন তোমাকে বলা কথাগুলো প্রতিধ্বনিত হয়ে,
ফিরে আসছে প্রতিটি মুহূর্তে আমারই কাছে।
একাকী নির্ঘুম রাতে বড়ই নির্মমভাবে,
বিধছে আমার বুকে তোমার বিষ মাখানো তীর!