আমি, ভুলের পাহাড়ে দাঁড়িয়ে দেখি সম্ভাবনার সূর্যোদয়,
আমি,অক্লান্ত পরিশ্রম করছি তবুও যদি ভুলগুলো ফুল হয়!
আমি, চাওয়া-পাওয়ার অংক করিনা,
আমি, না পাওয়া কিছু আর চাইনা।
আমি পাপী, আমি তাপী, আমি ভুল করি অহর্নিশ
হে আল্লাহ, অবশেষে আমি তোমাকেই করি কুর্নিশ!
আমি জানি, স্রস্টা তুমি অসীম করুনাময়,
ভুলগুলো তব ক্ষমার কাছে কিছুই নয়।
আমি চাই, ভুলগুলো মোর ফুল হয়ে ফুটুক,
আমি চাই দীপ্ত রবির কিরনে ফুলগুলো রাঙা হয়ে উঠুক।