এসো করি জ্যোৎস্না স্নান, হেমন্তের হিমেল রাতে
কামিনীর মাতাল ঘ্রাণ, নাগরিক কোলাহল হতে বহুদূরে

নীলীমার বুকে কোমল রুপালী চাঁদ, তারাকারাজির মেলা
রাতজাগা পাখিদের কলতান, মোহন বেনুতে গান গাওয়া

যেখানে ঝিঁঝিঁ পোকাদের কলরব, জোনাকির আসর
ভালোবাসায় হবো দুজন সুনিবিড়, সেথায় রচিব বাসর।

সাখাওয়াত হোসেন
২৬ কার্তিক ১৪২৮
১১ নভেম্বর ২০২১
চন্দ্র দ্বীপ,বরিশাল