আজি বুঝি বৃথা আগমন,
পুষ্পহীন শুষ্ক মম হৃদয় কানন।
তপ্ত হৃদয় শীতলের আহ্বানে,
পুলক জাগে কার পথ পানে?
অকস্মাৎ ভরে গেছে পুষ্প কানন
পূর্ণিমার আলো প্রবেশ করেছে
অমাবস্যার বাতায়ন।
যখন এলো সে দৃষ্টির গভীরে
দেখি,চির চেনা সেই ডাগর দু-নয়ন ছল ছলে।
সে তো সদাহাস্যোজ্জ্বল!
কত কথা কহিয়াছি!
তবু কখনও, ঝরেনি দু-ফোটা জল,
তবে আজি কেন-
মলিনতায় ছেয়ে আছে অধর যুগল?
অবাক আমি,নির্বাক দুজন!
নির্জনতা ভেঙ্গে ,কাঁদো কাঁদো কণ্ঠে-
পথিক,তোমাকে একটা কথা বলা প্রয়োজন,
আমি বললাম, মানসী একটা কেন?
হাজার কথা বলো, তোমার কথামালা দিয়ে রচিব মহাকাব্য
প্রিয়া, তোমার কথার ঝাঁপি খুলে দাও গো!
তোমার জন্যই তো সব আয়োজন।
পথিক,এই জনমে তোমার সাথে আর,
হাজার কথা বলা হলো না,
পরজনমে বাসর গড়বো,মনের গহিনে সুপ্ত বাসনা।
আদমদিঘি, বগুড়া
০৭ ভাদ্র ১৪১১ বঙ্গাব্দ
২০ আগস্ট ২০০৪ খ্রীষ্টাব্দ