নুপূর, চলো যাই,এই প্রাণহীন শহরটা ছেড়ে,
দূরে বহুদূরে,প্রাচীন পুণ্ড্র নগরে!
যেখানে পরতে পরতে ছড়িয়ে আছে,
ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার উপাখ্যান,
সুখ-দুঃখ, হাসি-কান্না, আবেগ-অনুভূতির ঐক্যতান।
তারপর আরও দূরে-
ভাসব দুজন রক্তদহ বিলে,
স্বপ্ন ছড়াব আকাশের নীলে।
সুনীল আকাশের কায়ায় রক্তদহ বিল,
তোমার আমার মায়া দেখে গাইবে শঙ্খচিল।
কলমীর বেগুনী ফুল-
তোমার কানের দুটি দুল।
কচুরিপানার ফুলে সাজাব তোমার খোঁপা!
কি? চুপ কেন? কাঁদছো কেন বোকা?







বুধবার
৫ বৈশাখ ১৪২৪
(১৯ এপ্রিল ২০১৭)
ঢাকা,বাংলাদেশ