বিজয় মানে উচ্ছ্বাস আনন্দ,
বিজয় মানে নব মনের স্পর্শ ফলিত আনন্দ।
দিকে দিকে বাজে নানা সুরে ছন্দ
আহা কি বনার্ঢ।
বাংলার দূলি মাটি স্পর্শে প্রাণে সজীবতা,
কোমল প্রাণের নির্মলতা মন শান্ত।
শুধু বিশমিত পুরনো শ্রুতি আছন্ন,
যে বাতাসে আসে পুরা গন্দ, নরপশু গুলো হয়েছিল হায়নার মত হন্ন।
কেড়েছে লাখো প্রাণ কুঞ্চিত কালো আধারে
বিস্মিত,সম্ভ্রম লুটেপুটে মা বোনের অপমান অতি জগন্ন হৃদয় ক্ষত বিক্ষত।
তবু পায়নি প্রতিদান, রাজত্ব করেছে তাঁরাই, নিরুপায় মা ক্ষমা করো, তবু বুকে সাহস নিয়ে গড়েছে আকাশ ছোঁয়া স্বপ্ন।
বিজয় মানে উচ্ছ্বাস আনন্দ