যাচ্ছে নারী যাচ্ছে গাড়ি, আরাম প্রিয় জীবন গড়ি। সুখের আশায় দৌড়ে মরি, স্বার্থ লোভে পকেট বড়ি।
অসহায়ের সুযোগ খুঁজি, সুযোগ বুজে লাথি মারি
টাকায় সোনায় পাহাড় গড়ি, সময় জ্ঞানে বেখেয়ালি।
লোক সমাজে ভদ্র বেশি হুজুর সাজি, লোক দেখিয়ে দান করি। নেতার বেশি ঘুরি ফিরি, নেতাদের হাতাত করি।
সাদা চামড়ায় ফুর্তি করি। স্বার্থে জীবন নিয়ে ফেলি। টাকা নিয়ে রিপোর্ট করি,সাদা কে কালো করি।
দেশের টাকা পাচার করি, বড় বড় কথা বলি। মিডিয়া কে জব্দ করি।
হুয়াট হাউজে চলি ফিরি সুযোগ বুজে ক্লিক মারি, তা দেখিয়ে জমি জমা দখল করি।
নারী সেজে গুরি ফিরি। ধরা খেয়ে পাছায় বারি,জেলে বইসা কাইন্দা মরি।