আমার আমি তো আামাতে শেষ, নিরব কান্না পুড়াচ্ছে বেশ।

জলন্ত শিখা আগন্তুক মন, পাহাড়ি কৌলাশে ছুটি আরেক বার চল!

সীমানা বিহীন ভূমি আর, ঘর ছাড়া গৃহস্থের প্রাণী
লোকালয় চেনে না সেটা টো জানি।

আহা আবেশে মরি।
নিরন্তর সেটা তুমি...

আমি অগোছালো ভবঘুরে তাহা কি জানি!
নির্জীব প্রাণী সন্ন্যাসী, দুমোটো ডাল ভাত চিনি।

উত্তরের আকাশে উঠেছে ঝড়ো হাওয়ার বান
সৃষ্টি নয় মহা প্রলয়ের গান।

দূর দূরত্বে দেখ একবার, আবছা হাওয়া তে মিশে যাচ্ছে পূর্ণতার ডালি।

শেষ যদি হয় মিশে যায় যদি সবি
ঐ আকাশে উঠবে না সোনালী রবি


.....চলবে।