হেমন্তে থেমে যেয়ে হবো রুদ্ধুর,
প্রিয় তুমি রও যত দুর।
আকাশ প্রানে কালো মেঘে মন বেআকুল,
প্রিয় তুমি দুরে থেকে ও জ্বালিয়ে আগুন,
ফিস ফিস ধ্বনি খানা মনে যদি বাজে,
কান্নার ধ্বনি কি অন্য কেউ শুনে।
বীজ থেকে চারা গাছ, গাছ থেকে বীজ,
তবে কেন মিথ্যার ছয়লাবে হবে নিছ।
ফাগুনে আগুন নেয় মনে কেন জ্বালা,
পৃথিবী টা আলো আলো কেন কালো মন ঢাকা।
বৃষ্টি তে পরে বাজ ধূলিসাৎ ধ্বংসস্তুপ,
শিহরিত মন তবে ভয়ে ভয়ে চুপ।
চারদিকে কেউ নেই আজ তুমি একা,
সান্ত্বনা নামে ছিলো সব কিছু বৃথা।
থেমে গেছো বলে, সব কিছু থমথম,
এগিয়ে যাও উদ্যম মন প্রাণে।
কিছু সময় ভেবে নাও ঘুমিয়ে ছিলে,
স্বপ্ন তে কত কিছু আসে যায় চলে।
তাই ভেবে হারিয়ো না নিরীহ ছেলে,
প্রত্যাশা রাখিয়ো দু চোখ জুড়ে।