সময় কে সাথে নিয়ে, কষ্ট কে ছাড়িয়ে
বেলা শেষে কেও নয়,
কারও ঘর হারিয়ে।
অদ্ভুত হতাশা, ধিক্কার সমাজে
অসহায় বেমানান ধনীবান সমাজে।
চিন্তার বেড়াজাল- ব্যর্থ অনলে
পুড়ে ছাই ইচ্ছেরা স্বপ্নিল আকাশে!
একবুক কষ্ট -হতাশাকে সাথে নিয়ে
বয়ে চলি প্রতিবার, আহবান প্রহারে,
মুক্তির শুদ্ধ সীমাহীন প্রান্তে,
একে-একে যুদ্ধ চিন্তার প্রসারে।
সমাজের নিয়তি গড়ে দেয় ভাগ্য,
প্রতিঘাত -প্রতিবার চিন্তারা আজ শুদ্ধ।
সাম্য বেমানান লুটপাট সমাজে
চারি দিয়ে আঁচড়াও নিয়তির কপালে
গুটি পায়ে বসে থাক কঙ্কণ জরিয়ে,
সময় টা কেটে যাক কাঙ্গালির খেয়ালে।