সবাই সত্য বলে না আর,
সবার সত্য সহ্য হয় না।
সুন্দর জীবনের সবাই প্রত্যাশী কিন্তু,
সুপথ অবলম্বন করে না।
সৎ পথে উপার্জন না করে
সুখী হওয়া যায় না,
সত্য এটাই যে, বিপথ কখনোই
সুখ এনে দিতে পারে না।
সকালে রোজগার করে
সন্ধ্যায় খাওয়ার কোন নিশ্চয়তা নাই,
সেখানে মানুষ অসৎ কাজ করে
সুদ-ঘুষ খায়,কোন চিন্তা নাই।
সবার উপরে একজন আছেন,
সত্যের মধ্যে দিয়ে তাকে পাওয়া যায়।
সত্য ব্যতীত মিথ্যার স্থান তার কাছে নাই।
সকলেই এ ব্যাপারে উদাসীন হায়!
সবাইকে তিনি কাজ-কর্ম সমন্ধে সুধাবেন,
সৎ কর্মশীল ব্যক্তির পাবে জান্নাত আর,
সৎ কর্মশীল নয় এমন ব্যক্তি জাহান্নাম।
সৎ কর্ম আনে সুনাম আর অসৎ কর্ম দুর্নাম
সুপথ অবলম্বন কোটি টাকা না দিলেও
সবার কাছ থেকে সুনাম এনে দিবে।
সুতরাং সত্য বলুন,সৎ পথে উপার্জন করুন
সুন্দর জীবন, সুখের জীবন উপভোগ করুন।