ভালোবাসা! ইহা নানাভাবে প্রকাশ করা যায়,
চিত্রশিল্পী তাহার রং-তুলি দিয়ে ফুটিয়ে তুলে,
লেখক তাহার লেখা দিয়ে প্রকাশ করে,
আমি কবি, কবিতা দিয়ে ব্যক্ত করি ; ভালোবাসা।।

নিরুপমা নন্দিনী নিয়ে কবিতা লিখতে বসে,
সকাল পেরিয়ে রাত হলেও, তাহার উপমা পায় না,
ব্যর্থ হয়ে বুঝলাম, সে নিরুপমা, তাহার তুলনা হয় না,
তাহার বর্ণনায় সকল শব্দই ছোট মনে হয়।।

তাহার কথামালা মধুমাখা, কোকিলা সুরের তান
মনে চায় শুনি তারে প্রতিক্ষণ,
তাহার চাহনি, মায়াবী অনন্ত নীল আকাশ
হারিয়ে যায় চাহনিতে সারাক্ষণ,
তাহার সর্পিল চলন, অনবদ্য, দৃষ্টিনন্দন
দেখায় চোখের সার্থকতা,
তাহার হাসি, সবুজ ঘাসে বাতাসের দুল
সজীব-সতেজ, প্রাণবন্ত,
মিছিলে তাহার প্রতিবাদী কণ্ঠ, রাজপথ কাপায়
প্রকম্পিত হয় আকাশ - বাতাস,
প্রেম,প্রতিবাদ উভয় গুণেই গুণান্বিত,
রূপকথার কোন নায়িকা নয় সে, বাস্তব চরিত্র।।

একটা ঘুরে থেকেই তাহার বর্ণনা লিখিলাম,
শব্দগুলো সন্তপর্ণে তাহার কাছে ক্ষমাপ্রার্থী,
ছোট হয়ে বড় কিছু বুঝিয়ে অনুতপ্ত তারা,
আমিও, তবে, ভালোবাসা অফুরন্ত আমার।।