খাটে শুয়ে মাথার উপর টিকটিকি দেখে ভয় পাচ্ছিলাম,
যদি মুখের উপর পরে যায়!
নদীর তীরে দাড়িয়ে নৌকা দেখে ভাবনায় ডুব দিলাম,
যদি মাঝখানে গিয়ে নৌকা ডুবে যায়!
বৃষ্টিতে ভিজে বৃষ্টি বিলাস করতে ভয় পাচ্ছিলাম,
যদি বজ্রাঘাতে মারা যাই!
গাড়িতে চরে ঘুরে বেড়াতে ভয় করে অনেক,
যদি দুর্ঘটনায় মারা যাই!
ছাদের কিনারা দিয়ে হাটতে ভয় হয়,
যদি পরে যাই!
গ্যাসের চুলায় আগুন জ্বালতে ভয় পাই,
যদি ব্লাস্ট হয়ে মারা যাই!
নতুন রুগের বৈশিষ্ট্য পড়লে ভয় পাই,
মনে হয় এই বুঝি আমার হলো,
সকল ঝামেলা এড়িয়ে চলি,
যদি মার খাই!
সিলিং ফ্যানের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ি না,
যদি উপরে পরে যায়!
করোনার ভয়ে মাস্ক তো দূর,রুমই ছাড়ি নাই,
যদি মারা যাই!
রাতে বাহিরে যেতে প্রচন্ড ভয় করে,
যদি ভূত আমায় মেরে ফেলে!
শীতের রাতে ডাকাতের ভয়ে কম্বল পেচিয়ে ঘুমাই,
যদি সজাগ দেখে মেরে ফেলে!
তবুও পৃথিবীর হাজার, লক্ষ, কোটি মানুষ মরছে,
কপালের লিখন কি খণ্ডান যায়?
সব মিলিয়ে একটা কথায় আছে বলবার,
বীরেরা মরে একবার, কাপুরুষ মরে বারবার।