তুমি কি আমার চেয়ে অনেক দূরে?
উত্তরে বলেছিলে, কয়েকশো মাইল,
বলি, চাঁদ তো হাজার মাইল দূরে,
কখনো দূরের মনে হয়েছে কি?
মনের ঘরে যাহাকে যতনে রেখেছি,
ডায়েরির প্রতিটা পাতায় যাহার নাম,
চিন্তায় প্রতিক্ষণে যাহার আসা-যাওয়া,
সে কি অনেক দূরে?
দখিনা বাতাস যাহার স্পর্শ নিয়ে আসে,
কৃষ্ণচূড়া যেথা তাহার উষ্ঠ বর্ণ ধারন করে,
কাঠগোলাপ যেথা তাহার মায়াবী বদন,
কাঁচা বেলিতে যাহার কেশ-বাস,
সে কি অনেক দূরে?
চোখ বুজলে যাকে সামনে দেখি,
কল্পনায় যার সাথে প্রেমালাপ করি,
স্বপ্নে যাহার অবাদ বিচরণ,
যাহার খেয়াল জাগায় শিহরণ,
সে কি বহু দূরের কেউ?
এখনো যদি উত্তর, হ্যাঁ হয়,
তবে নাহয় চাঁদের মতোই
তোমায় ভালবাসলাম, শুধু জোছনা দিও।।