রেখে দিলাম মনের কোঠায়, বন্ধু তোমার জন্যে,
জোয়ার কালে সবাই থাকে, আমি নাহয় ভাটা-লগ্নে,
আশায় থাকি দিন-রজনী,দোয়ায় রাখি মনে,
নুড়ি হবো তোমার আধার কালে, সাহস গহিন বনে।।
লাল গোলাপে ভ্রমর অনেক, ঝরা ফুলেতে নাই,
আমি সেই ঝরা পাপড়িগুলো, কুড়িয়ে রাখতে চাই,
রেখে দিবো প্রিয় বইটায়, সাথে রাখবো চিরকাল,
ফিসফিসি করে বলবো কথা, সকাল- সন্ধ্যা কাল।।
নব উদ্যমে আগাও বন্ধু, আকাশ সমান হও,
রোজ সকালে প্রার্থনা করি, দীর্ঘাজীবী হও , হারিয়ে গেলে কোথা পাব, বন্ধু তোমায় আমি,
নই আমি হায়ায় আগে, চিরকাল থাকো তুমি।