আমি সংগ্রামী, আমি বিপ্লবী
আমি চেতনা শত যোদ্ধার,
আমি এসেছি নজরুলের অগ্নি ঝান্ডা নিয়ে
আমি বিশ্ব করিব সংস্কার। ।
শোষকের প্রতিষ্ঠিত ভিত্তি নাড়িয়ে,
সকল পাথর বাঁধা-বিপত্তি ছাড়িয়ে
তেরোশত নদী, তাজিংডং পেরিয়ে
আনিব নতুন, প্রত্যাশিত বিশ্ব।
অসত্যের অবসান,আমি আজরাইলের শিষ্য।
মুসলিম বীর খালিদ আমি, শক্তি আমি আলির
আবি ওয়াক্কাসের তীর আমি, লক্ষ্য টুটাব তিমির
আমি অর্জুন, আমি কর্ণ, আমি বিনাশ, আমি যুদ্ধ
আমি তান্ডব, মহাপ্রলয়, আমি মৃত্যু, আমি ধ্বংস
বিঃদ্রঃ বিদ্রোহী'র মতো, কিন্তু লাইনগুলো কপি না। আর, এখানে আংশিক, সম্পূর্ণটা দিব,ইন শা আল্লাহ।