যেখানে,
সত্যে ভয় আর মিথ্যায় জয়,
আপনারে বাঁচাতে লাগে মিথ্যাশ্রয়,
সত্য বললে পরে শূলে চড়বে মাথা,
সেই নাট্য মঞ্চে কিসের ভালো কথা?

যেখানে,
সুকাজে শত বাধা আর কুকাজেতে বাহবা,
চুরি করে, জোর গলায় ভালো গুণের ভণিতা,
নাক কাটা, কান কাটা হয় ভালো মানুষের,
কী কারনে ভালো কথা বল সেথা অযথা?

যেখানে,
কুকাজে দক্ষ হলে মিলে শত প্রশংসা,
অধর্মে জড়ালে মিলে ফুলেল শুভেচ্ছা,
সমাজচ্যুত হয় ধার্মিক, গুণীজ্ঞানীরা
সেথা কভু আলোর দিকে ফিরবে কী লোকেরা?

যেখানে,
সুস্থ মানুষেরে ভাবা হয় বেহুশ,
সেখানে,
ভালো হওয়াই বড় দোষ!