চোখ থেকে যারা অন্ধ,
তারা বুঝে না ভালো-মন্দ,
তাদের মস্তিষ্কে পঁচা গন্ধ,
তাদের বন্ধ নাসারন্ধ্র!
তারা দেখেও দেখে না তাদের দোষ,
তাদের বাপু নাইকো হুস,
তুপের মুখে সবই ঠুস,
তারা তো আর নই মানুষ!
জ্যান্ত বোবা লাশ তারা,
চলে না ছাড়া ইশারা,
প্রভুর আদেশ পেলে তারা
সবার ডাকে দেয় সাড়া!
নিজের গায়ে আঘাত সয়,
প্রভুর তাই তো নাইকো ভয়,
যখন প্রভুর উপর আঘাত হয়,
তখনই শুরু হয় তাদের ভয়,
প্রভুর বদল সম্ভব ভাই,
চাটতে চাইলে করিস তাই,
এখন মোরা সংস্কার চাই,
সাথে পারলে হাটিস তাই,
নাহয় বোবা চুপই থাক,
করিস না কোন হাকডাক,
দমাতে পারবি না কারো রাগ,
দুঃসময়ের আগেই ভাগ,
নাহয় পরবে গালে চটি,
ধরবে কেউ চুলের ঝুটি,
পাততে হবে থালা-বাটি,
নীরবতার হবে ছুটি,
বুদ্ধি-বিবেক কোথায় তোদের,
গুলি করে মারিস কাদের?
সুরক্ষা দিতে সংকল্প যাদের,
কেমনে তোরা মারিস তাদের?
পেটে বুঝি ভাতের অভাব,
নাকি রক্ত খাওয়াই স্বভাব?
কী দিবি তুই বল জবাব?
ছেলে যখন ডাকবে না বাপ!
আবোল - তাবোল বকছি কেন?
মাথা ঠিক নাই, মারবি কেন?
মুক্তির নেশায় উন্মাদ যেন,
কোটিরে তুই করিস না হেন!