তোমারি হাতে তে হলুদ ফুল
কানে তে আছে ঝুমকো দুল ,
পরেছ সাদা লাল শাড়ির ঝুল
অপরূপ রূপে খোলা তোমার চুল ।
চোখেতে দিয়েছ কাজলরেখার তুল ,
হাতেতে পরেছ তুমি চুড়ির ঝঙ্কুল  -
খুশিমাখা কি রূপ আঁখিতে তুমি ;
দেবী সম্মুখে বসেছ তুমি কি লগনে ।

  বানী অর্চনাতে উচ্ছসিত গগনে !
তপ্তবর্ণিত নিশ্চুপের ক্ষণের মিলন ,  
ভাবিতেছো তুমি নিজেকে করেছ দান ।
মম হংসমিথুন মেলিয়াছে তব পাখা  ;
উড়িয়াছে সে আজি বর্ণিল পবনতা  -
অতিযত্নে সাক্ষী থাকুক এমনো সময়রেখা !




শাড়িতে তাহাকে দেখে
         তব  ভাবনায় !
০১/০২/২০২০