চির সবুজ এই সমারোহে,,,
অপার হয়ে চেয়ে থাকি...
অরণ্য ভেদ করে দেখা যায়,
সূদুর প্রসারি ওই নীল আকাশ...
রোদ্দুর টা যেন নেমে আসে,
এই ধরণীর  বুকে....
অলস মেঘ উড়ে উড়ে যায়,মাঝে মাঝে...
ফেরারী হয়ে....হতাস হয়ে....
মাঝে মাঝে উড়ে যায়,চাতক আর বক,,,,!
আমি প্রশ্ন করি ওই আকাশ পানে,,,
আকাশের সাথে এমন অনেক কথা হয়
সঙ্গোপনে....
যা বলা হয়নি প্রিয় মানুষটাকেও !
ওই নীল আকাশ উত্তর দেয়না কোনদিন...
তবু প্রিয় মানুষের সরল উদার চাওনি,
দেখা হয় ক্ষণে ক্ষণে....
বুকের মাঝে এক নিভৃত কোণে....!