এসো হে দেবী
বিদ্যার দেবী তুমি, বীণাপানি ।
মা তোমার ওই ,
কলসি ভরা জ্ঞানের আলোয়....
দূর করে দাও জগতের সকল কালো !
সত্য জ্ঞান আর ন্যায়ের প্রতীক তুমি.....
বিদ্যাদায়িনী তুমি মা, বিদ্যা দাও হে ,
হে দেবী নমস্কার তোমারি চরণে....
হংসযুক্ত রথে চড়েছ তুমি বিদিত ভূবনে
আবির্ভূত হয়েছো মাগো এই ধরাধামে ।
মা তুমি বসো আমাদের মস্তকে আর কণ্ঠে !
শ্বেত বীণায় তুমি , শ্বেত আভায়....
বাধিয়াছো মোদের সেই শিশুকাল হতে ।
হাতেখড়ি হয়েছে মাগো তোমারি হাতে !
বর্ণপরিচয় আর জ্ঞানের আলোয়.....
এভাবে তুমি সবদিন থেকো মা ,
এ বিশ্বচরাচরের আমাদের মাঝে ।
সুরে আমি সুরলিত হইনি মা, তাতে কি
আমারি কবিতা দান করেছি মা তোমারি ওই ,
চরন কমলে !
আমার যা চাওয়ার মাগো চেয়ে নিই আজ....
তোমার কাছ হতে ,
তোমার আশীষ নিলেম ভরে....
মাথা নত করে !
রচনাকাল -
০৯ /০২/২০১৯