একদা এক গোধূলির অত:পর সময়ে
এসো হে প্রিয় আমারি আপন সন্নিকটে ,
শব্দহীনা পায়ে এসো তুমি নির্জন নিভৃতে ।
কত ক্ষণের প্রতিক্ষা স্মরণ করার প্রাঙ্গনে ,
নীল বেদনাসিক্ত আমারি অর্পিত সমাপনে ;
দেখিবে কি তুমি , দিয়েছি তোমারি দুহাতে !
চাতক মাখা অশ্রুকণা বিবর্ণ সে রাঙতা তে ,
দেখিবে তুমি কত বিরহের তুলিতে পরিপূর্ণ সে
সবি হয়েছে শেষ আমারি ,তোমারি আগমনে !
গোধূলির আকাসে তখনি নাবিমে বিসর্জনে...
বুঝাই কি করি তুমি যে আমারি কত প্রিয় !
সহস্র যুগের আরাধনা আমারি শেষ মেলাতে
মিলিয়াছে তব দুটি প্রান আজি নির্জননিবাসে
অধরা শশী বুঝি উকি মারে সন্ধ্যা আকাসে...
মিশিয়াছে দুটি প্রান আজিকে আলিঙ্গনে ।
এ প্রণয়ে আজিকে বদ্ধচিত্তে তুমি আমারি ,
স্মৃতির মলাটে থাকুক জমা হয়ে নিস্তব্ধে...
অত:পর গোধূলি ও সন্ধ্যা সবি শেষে এসে ;
চোখ মেলে দেখিয়াছি স্বপ্ন মৌনতাকে ঘিরে ।
তুমি বলে কেহ নাহি আমারি চারিপাশে !
নৈঃশব্দে কিছু ফোঁটা ফোঁটা শিশির আখিতে ,
শ্রাবণধারা হয়ে আছড়ে পড়িতে লাগিল তাতে
অমোঘ নিয়মে ফুরিয়ে যায় যে সময় লগ্নে ;
কোথায় চলে গেলে তুমি আমায় একা করে !
হাসিকান্নারই এই রঙ্গ মঞ্চে চিরদিনই সপে ,
আর নাহি চিন্তনীয় সে অলিক কল্পনা জুড়ে ;
লেনদেন সবি এভাবে একদিন নিয়মেরশেষে !
বেদনার যন্ত্রণায় সবি নীল হয়ে যায় এভাবে ,
বিষণ্ণবদন গোধূলির শেষে হারিয়ে যাওয়া -
একেলা আমি --- এইতো নিয়ম !
হঠাৎ ভাবনায় -
৩১ জানুয়ারি -
২০২০ ।