কবে যেন কবি তুমি তাকিয়েছিলে
কারো আঁখি পানে....
অকারনে হেসেছিলে তুমি চকিত সুখে
পেয়েছিলেম এই ভেবে তা ক্ষণিকের তরে...
আজি বহু দিনের পরে ও নয়নের তারায় ,
শুধু মিলায়েছ নিজে নিজে প্রাণে মনে ।।
সবি শুধু তা তোমারি বিফলমনোরথে ,
কবে যেন কবি তুমি তাকিয়েছিলে
কারো আঁখি পানে ....
ওই শুনছ না কবি কত সুদূর সময় যে ,
বয়ে গেছে তা অবিরামভাবে বিজন তীরে !
এই ধরণীর পরে সুখের সাথে দুখ মিলায়ে...
শুধু হেলায় হেলায় সকলি তোমারি অপচয়ে -
দূর হতে কি যেন এক সুর ভেসে আসে ,,,,
তোমারি কাছে তোমারি ঘরে ব্যাকুলতাশূন্যে ।
করুণ ও আঁখিপাতা আর নাহি জাগি....
চিরকাল চিরদিবস চিররজনী তা সবি শুধু ,
আকারমাত্রিক সুখের চাবি !
আলোকিত কোন কিছু নয় সে অশ্রুফোঠা -
যাদুর মোমবাতি ।
তোমার স্মৃতিতে গন্ধপোড়া ধূপের মত....
বিরহী অন্তরাত্মার অন্তরালে ঠুনকো যত ,
তুলে রাখা আজও সকলি অগোচরে শত !
আজও সব পথের শেষভাগে
তুমি একেলা কবি.... !
কবি বিরহ ,
২৯/১১/২০১৯ ।