হঠাৎ ই বসন্তে এই বৃষ্টির আগমনে...
জলকনা হেসে খেলিছে তাই আনমনে ।
ফাগুনের হাওয়া থেমেছে তাই নিরবতায় ,
এই বসন্তে বৃষ্টি যেন অতিব চঞ্চলতায়...
ঝরো ঝরে নামিছে অধীর ধ্বনি ধারায় ।
বাহিরও আকাশের মেঘমালা যেন আজি,
সমস্ত জমাটবাঁধা অশ্রু তার ফোটায় ফোটায়...
মিশিয়াছে এই ধরনীর বুকে !
বৃষ্টির এমন অনেক কথা শুনেছি...
অন্তহীনে থাকে যেন অতিব নিরবতায় ।
এই বৃষ্টি সেদিন ও ছিলো
আজো আছে বেশ !
চৈত্রের তাপে পুড়েছে যে চিত্ত ,
বর্ষার এই আগমনে তা আজ শান্ত ।
আমি ছুঁয়েছি জলের প্রতিটা কনা ,
দেখি অনেকটা ভারী সে জল কনা !
জিজ্ঞেস করি ওদের কাছে
কেন তোমরা এত ভারী ?
উত্তর দেয় তারা আমায়....
তারা নাকি অনেকটা দিন ধরে ,
পাড়ি জমিয়েছিলো....
ওই শূন্য নীলিমাতে !
আজি সুযোগে তারা ঝরেছে
অঝোরে ধারায় ।
বৃষ্টির ধ্বনি বৃষ্টির কথা....
শুনেছি কান পেতে ।।
চঞ্চলতা এই বৃষ্টি যেন আজি
টেনেছে আমায় বড় উন্মোচনে...
অবিরাম ধারায় এই
ধুয়ে মুছে দিয়ে যায় আমায়...
বৃষ্টিস্নাত বৃষ্টির জলকনায় !
বসন্তের এই বৃষ্টি জুড়ে থাকুক,,,
সমস্ত বিরোহী আত্মার....
অন্তস্তলে ....!
বৃষ্টির কথা ।
২২.০৩.২০১৯