চারিপাশে ফুলের ছড়াছড়ি নেই...
হৃদ পুঞ্জে একাকী সুপ্ত কলতান  
ফাগুন হাওয়ায় মিষ্টি ধ্বনি সেই,,,
আজি অনেক দিনের পরে দেখি....
ধূ ধূ বালিময় মরিচিকা... ফুলঝরা রাত !
ফুলকুমারী ভেবে ,  তুমি কি পুঞ্জসাথী ?
বাসন্তীরঙে তুমি একি আমার....
                         মেঘবালিকা !
কৃষ্ণচূড়ার পাঁপড়ি কুঞ্জে দেখি তোমায় ।
    শিমূল পলাশও বড় ছলনাময়ী তাই ...    
        নিয়েছে বিদায় তারা প্রকৃতি হতে ,
                        প্রকৃতির নিয়মে  !
        ঋতুতে এখন বর্ষার ধারা বয়....
              কোথায় হে বসন্ত তুমি ?

অনেক দিন পর...
  ২৩ জুন , ২০১৯ ।