কৃষ্ণচূড়া আর শিমুল পলাশের রঙে
বন হতে বনান্তে আজ বসন্ত এসেছে !
কোলাহলে রঙের দোলায় উচাটনে....
কাননে কাননে ফুটিবে ফুল বড় উন্মনে
শীতের জীর্ণতা ফেলে এই বসন্ত তুমি ,
জায়গা করেছ আজি এ আপন ভূবনে ।
প্রকৃতি আজ সাজিবে নতুন করে....
পাতার আড়ালে থাকা বসন্তের দূত
আজি জানান দেয় বসন্ত এসে গেছে....
বসন্তের বাসন্তী রঙে সেজেছে প্রকৃতি
আবেগে কাপিছে যে কুহু কুহু ডাক ।
কোলাহলে মুখরিত আজ চারিপাশ,
ঝরা পাতার শুকনো নিক্কন শব্দের মত...
প্রকৃতির মিলনে আজ বসন্ত এসেছে দোরে !
দখিনা পবনে দোলে তাই বিরোহী এ মন ,
ইচ্ছাধোয়ায় আজ অচেনা আড়ালের ক্ষণ ।
চর্চা বেড়ে যায় প্রতি মুহুর্তের এক সময়...
সীমারেখা অতিক্রমে এক বিরোহী অসময় !
ধূলিমাখা রোদে জড়িয়েছে সূরভিত কাঞ্চনদোলা.....
পরাগরেনুতে জড়িয়েছে তাই বনের যৌবনমালা ।
শিমুল আর পলাশে ছড়ানো চারিপাশ ,
লাবণ্যভরা পূর্ণ সমারোহে দীপ্তিময় আশ....
বনলতায় আজি অবনতায় বসন্তের সুবাশ ।
খোলা জানালায় ওই দখিনা বাতাস,,,,
কম্পিত স্বরে আজ দোলে চারিপাশ....
অনুরাগের পরশে দাগ লেগেছে
তাই বিরোহী মনে ,
আজি জানান দেয় বসন্ত এসে গেছে ।
১লা ফাল্গুন,
১৪২৫ ।