শারদীয় শুভলগ্নে আকাশে আজি....
আশ্বিনের শারদাপ্রাতে মুক্ত বাজি ,
মহালয়ের এই প্রাতকালে আগমনে ,
বড় উন্মনা হিম লগ্না কুয়াশায়ে ভেসে...
মা এসেছে আমাদেরই মাঝে দশভূজা রূপে !
পিতৃপক্ষের অবসানে  মাতৃপক্ষের সূচনাতে । 
চারিদিকে এক পূজা পূজা গন্ধ লেগেছে ।
তুমি আসিবে বলে মা সুদূর তিথি...
প্রকৃতিতে জানান দেয় আজিকে স্বরিতি !
আবরন মাখা রৌদ্রজ্জল আকাশে সোনারঙে
   ছাপ লেগেছে সে বরণ মাখা হাসিতে !
   শরতের এই শারদ আকাশের হাসি...
      অজস্র  শিউলি ফুলে ফুলে আবরিত  ।
     কাশবনে ফুটেছে সাদা ফুলে ফুললিত...
আগমনী সুরে সেজেছে প্রকৃতি উদ্ভাসিত
         নবীন সাজে বিরাজিত চারিপাশ  ,
মহামায়ার সুরে পদধ্বনিতে বাজে মনোরব....
মৃন্ময়ী মা তুমি সকলের মঙ্গলে কল্যাণী রূপে
চিরদিনে এই ভাবে থেকে যাও মানবমাঝে  !

রচনা কাল  -
পূজা-পরিক্রমা
৯, ১০ আশ্বিন
  ১৪২৬ ।