ঘুড়ির মত ডানা মেলি ওই আকাসে
অত:পর অবহেলা দেখি সুতা কেটেছে ,
ডানা ছেড়ে আবার মিশি মৃত্তিকাগর্ভে ।
সাধ হয়না আর ওড়ার ওই  নীলাচলে !
একদা এক শুভ দৃষ্টিপাতের চিত্তমাঝে  ;
গড়েছে সে চাওয়ারা শত অবহেলা নিয়ে ,
সারাটি অঙ্গনজুড়ে যাতনা বিরহের তলে
ভাসাই তাহারে জীবনেতিবৃত্তের জলে ।

বারে বারে ফিরিতে চাহিয়া তব স্মৃতিতে
এ কেমন অবহেলার রংতুলির অরণ্যে ,
গোপনে অশ্রুত তব অবহেলারি অঙ্গনে ।
ক্ষণিকের ধার করা অবুঝ অজানা সুখে ;
স্বপ্নের মত আজও তাড়া করে ফিরে মোরে  -
ছন্দহারা বেহালাতে সুরের ঐক্যতানে ঐশ্বর্যে !



অবহেলাপূর্ণ
        সময়
০৯/০২/২০২০ ।