অস্তমিত সূর্যের মত
বেলা বুঝি ফুরিয়ে যায়...
বিষন্নতার কামড় ঘিরেছে
আমার চারিপাশ ।
ভারি বর্ষণ জমেছে চোখের
পাতায় !
হয়ত কখনো মেঘলা করে ,
ঝরে পড়ে তা অবিরাম ভরে !
সত্যি বড় বিষন্নতা ঘিরেছে
আমায় ।
কবে যেন তাকিয়ে ছিলাম
কারো আখিঁ পানে...
ডুবেছিলাম আমি সেই সীমাহিনে ।
আজ আমি সে আখিঁর
অগোচরে....
অনেক দূরে মলিন চাদরে ।
আজ দিনের শেষে আমি ,
এক বুক নীল কষ্ট নিয়ে ফিরি !
বিহঙ্গের মত উড়েছিলাম মুক্ত
আকাশে ।
ডানা দুখানি মেলে দেখি ,
আকাশ বড্ড ভারী !
আশাহীন দ্বীপশিখাটা তাকিয়ে থাকে....
আমার ক্লান্তি ভরা ঢলে পড়া
চোখের পাতায়।
ঘুমের মধ্যে মনে হয় জীবন টা
খুব কঠিন নয় তো !
খারাপ সময়...
১২.০৩.২০১৯ ।