বিশ্ব মাঝে এই চরাচরে
আমি এসেছি হেতায় ।
জানিনা কোন নক্ষত্র হতে ,
আমি বর্ষন বেগে ছিটকেছি ধেয়ে !
অদৃশ্যকায়া এক ছায়া আমায়....
টেনে টেনে নিয়ে যায় বিশ্ব আলোক !
কি জানি এ এক অনিমেখ খুজে ফিরি আমি,
ক্ষীণশ্বাস আমায় তাড়া করে বারেবার ।
কত দিক হতে কত দিকে ধেয়ে যায় ,
কি এক আবছায়া আলিঙ্গন করে এথায় ।
এ বিশ্বচরাচরের তথা অন্ধকার পথের পারায়,
আমি উড়েছি যে কতবার, সেথো আমি জানি....
ছায়াময় এক বিহঙ্গের মত এই ভূবনে !
মন মোর উদ্দেশ্য কি এক অশ্রুবারিকনায় ,
আবারও ক্ষীণশ্বাস ফেলি বারেবারে সেথায় ।
মহাশ্মশান হয়ে যায় আমার তৃষিত নয়ন ....
কেউ তো শোনে না মোর অতৃপ্ত হৃদয়ের ডাক
থেকে স্তব্ধ হয়ে ওঠে এই হৃদয়ের অবাক !
এ ধরণীতলে রয়েছি আমি, জানি না যে....
একদিন বুঝি উড়ে যাব সমস্ত কিছু বিসর্জন দিয়ে !
মৃত্যু আমার সবকিছু ধুয়ে মুছে দিবে একাকার ।
০৯. ০১.২০১৯