বোবাকান্না দেখেছ কি কখনো ?
দেখেছি সে কান্না খুব কাছ থেকে,
যে কান্না কুরে কুরে খায় অন্তহীনে,
অসহ্য যন্ত্রনায় বের হয়না তা ভিতর হতে,
চোখের জলের স্রোতে তা ভেসে ওঠে,
জীবন থেকে তা শূন্যতায় ভরপুর.....
প্রখরতায় মিশে থাকে তা , বোবাকান্নায়...!
নিয়তি প্রতিনিয়ত মিছে খেলায় , নিরাশায় ।
এ ধরণী হতে বহু দূরে সরে সরে...
ভেসে ওঠে ধূসরতার আলোকচিত্রে...
গুমরে গুমরে মরে থাকা এ জীবন,
আর যেন কিছুতেই তা প্রান নাহি পায় ।
অতপর বোবাকান্নার সেই ঘরে,
দ্বীপ নাহি জলে....জোসনা নাহি ফোটে !
জন্ম থেকে যে জ্বলে,
তাহার আবার কী বা জ্বলে ওঠা...!
নিমজ্জিত হতে থাকে অতল তলে ,
সিংহল সমুদ্রের তলদেশে...!
২৫ ডিসেম্বর
২০১৮ ।