রাতের নিস্তব্ধ গভীর ক্ষণে
স্বপ্ন তুমি এসেছিলে যে কি আবেগে...
বসে ছিলে মোরি পাশে কত আবেশে.….
কতখানি সময় ধরে যে দেখেছিলাম,
তোমার ওই চন্দ্র মাখা মুখখানি !
কত কথা যে বলে ছিলে মোরে,
কত বার যে তাকিয়ে ছিলে তুমি !
আমারি নয়নে আমারি মুখপানে ,
তোমার না বলা কথা গুলি....
বুঝিয়াও যেন না বুঝি আমি,
এ চিত্তপটে রেখেছি তা ধরে….!
এই হাতে তুমি রেখেছিলে হাত...
স্পর্শে তুমি আমি মনিহারে আর,
যা কোনদিনও বলোনি আমায়,
তা বুঝি অতি সহজে বলেছ মিতায়…
নিজেকে যেন বিশ্বাসের তুলিতে
বুঝিয়াও না বুঝি বড় উন্মনে ,
কি ভালো ছিলো যে সময় হায়...
ভাবি ওথায় কি বাস্তবে....
আমি অতিব চঞ্চলে ,
স্বপ্নের ওই মাহেন্দ্রক্ষণে !
২২ ফেব্রুয়ারি -
২০১৯ ।