বিশ্ব মানচিত্রে
   বাংলাদেশ একটি নাম !
ভালোবাসার রক্তের বিনিময়ে
           হয়েছে অর্জন ।
একদিনের নও হে স্বাধীনতা তুমি...
অনেকটা দিনের অনেকটা ত্যাগের তুমি !
   তুমি শিশির ভেজা সোনালী ভোর ,
অরণ্য সৌরভে ভেদ করা সূর্যালোক...
  ছড়িয়েছে সে আলো আজ বাংলার
                                 কোনায় কোনায় ।
রক্তের দামে কেনা তুমি...
লাল মাটিতে চির আভায় ।
পবিত্র পুষ্পাঞ্জলিতে তুমি ,
জন্মগত অধিকারে আজন্ম সাধ !
কালো রাতের অন্তরস্থ অন্তহীনে...
চলেছে অবিরাম  মৃত্যু যন্ত্রণাকাতরতায় ।
কালরাত্রির চাঁদ সেখানে সূর্য লুপ্তপ্রায়  !
রক্তে রঞ্জিত বাংলার আকাশ বাতাস ,
হানাদার বাহিনীর কবলে পড়েছে কত জান...
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে সে প্রাণ !
   স্বাধীনতা তুমি যৌবনা ললনার নির্জন
                                     রাত্রিবাস...
আঘাতে আঘাতে পতিত সে নরম পালক ,
              পথ নেই সেখানে পালাবার !
         কতটা ত্যাগের তুমি হে স্বাধীনতা...
              কত লক্ষ প্রাণের বলিদান ।
      চির সবুজের এই বাংলায় যেন
                  রক্তস্নাত রক্তের বন্যা বয় ।
        শ্বাস প্রশ্বাস যেন ঠিক আর চলেনা ,
       নিয়মিত সেখানে রক্তিম গন্ধমাখা...
                     দম নিতে কষ্ট হয় !
    অতঃপর আমরা হয়েছি সোচ্চার ,
                              করেছি বিদ্রোহ ।
      ছিনিয়ে নিয়েছি মোদের অধিকার...
  অতই সহজ মোদের হতে মোদের তরে ,
     এই মাতৃভূমিকে ছিনিয়ে নেওয়ার !
         মুক্তির যুদ্ধে লড়েছি বারংবার ,
এক রক্তক্ষয়ী যুদ্ধের তরে সঁপেছি নিজেদের...
অবশেষে মোরা মোদের তরে হয়েছি স্বাধীন মুকুট !

স্বাধীনতা দিবস
২৬ শে মার্চ ,
  ২০১৯ ।