হৃদয়ে আজ বেজেছে একুশ চেতনে
নীরব ধ্বনিতে সে সুরে বড় উন্মনে ।
আজি বাংলার প্রতি কোনায় প্রানে...
উজ্জীবিত তরঙ্গে তরঙ্গে গৌরবগাথায় ।
একুশ আজ জায়গা করেছ বিশ্ব দরবারে
লক্ষ রক্তের বলিদানে এ একুশে ,
ফুলে আজ ফুললিত হয়েছ তাই মিনারে
হৃদয়ে মিশেছ তোমরা অমর গাঁথাতে ।
দীপ্তশিখায় জলেছে আলো নিশীথে ,
একুশ আজ মিশেছে আমাদের রক্তে ।
স্মৃতিচারণে একুশ তুমি সুরের মঞ্জুরিতে....
অ আ আর ক খ এই বর্ণমালা প্রানে ,
আমার কবিতা বাংলা আমি বাঙালিয়ানায় ।
এ দেশে জন্মে ধন্য আমি গর্বিত চেতনায় ,
৩০ লক্ষ শহীদের আত্মত্যাগের বলিতে….
মুক্ত হয়েছি আমরা মুখের ভাষার বুলিতে -
আজি স্বাধীন আমরা স্বাধীন নাগরিক !
স্বাধীনতা তোমার আমার সোনার বাংলাদেশ ।
একুশ দিয়েছে আজ পতাকা রাখার মান
একুশের তরঙ্গে উচ্ছলিত পদ্মা মেঘনার প্রান ।
একুশ ফুটুক বকুল হয়ে একুশেরই ঘ্রানে ,
একুশেরই গান বাজুক তাই বিজয়েরই ধ্বনিতে !
একুশ থাকুক মিশে আমাদেরই ধমনীতে !
২১ ফেব্রুয়ারি
২০১৯ ।