সলাত আমার তুমি, সিয়াম তুমি আমার
তুমিই আমার পড়া শেষ তসবিহ
আমি মুনাজাতে রোজ তোমাকে চাই
শেষ পারা কোরানে তুমি শেষ তারাবীহ।
তুমি নফল সলাত আমার ফরজ সলাত
তুমি সুন্নত তুমি ওয়াজিব
আমি মুনাজাতে রোজ তোমাকে চাই
তুমি তাজা অমলিন তুমি সজীব।
কিসাস তুমি আমার ক্বিরাত হয়েছো
কসম হয়ে তুমি ফের উড়ে যাও—
আমি শারিয়া আইন ভেবেছি তোমাকে
তুমি শবে-ক্বদরের রাতে মোনাজাত হও।
কখনো ভাবি তুমি বেহেশতী সুরা
আর কখনো ভাবি নহর ভরা মধু
আমি বেহেশতে হতে চাই মধুকর এক
উড়ে উড়ে মধু খেতে শুধু—
তুমি আমার রুকু হও, সেজদায় তসবিহ
বৈঠকে হতে পারো দুরুদে ইব্রাহীম;
আমি ডাকি দু'আয়ে ক্বুনুতে মেয়ে—
তুমিই আমার হৃদয়ে পূর্ণাঙ্গ দ্বীন।