যুদ্ধ বিরতি—তোমার পথের দিকে তাকিয়ে,
কোথাও যেন একটা ফুলের ভবিষ্যৎ।
ঝরে যায়।
তলানিতে রাত, গাব ফুল ঢুলে ঢুলে উঠোন পড়ছে কোরান,
খেজুরের পাতার ফাঁকে মক্তবে তাদের সকাল।

কনসেনট্রেশান ক্যাম্পে,
আমিও পাখিদের তেলোয়াত শুনি,
শুনি মৃত ফিলিস্তিনের খবর — কোনো আয়াত ;
লেপ্টে রাখা থাকতে পারে কারো নাম, গুচ্ছ রক্ত, শক্ত কোন মগজে বিদ্ধ বুলেটের আয়াত ;
হে শহীদ সকালের ভাই আমার!