বিপরীত দিক থেকে
ছুটে আসা তীর
বুকে লেগে গেছে মোর
অভীষ্ট লক্ষ্য স্থীর
আমাকেই পেয়ে বসে
আমাতেই সব জোর
বুক চিড়ে করে দেয়
এফোঁড়ওফোঁড়
ননসেন্স আমি এক
যেন পুড়ে ছাই;
আমার মধ্যে সে কে?
আমি যেন নাই!
রুগ্ন গাধার মতো
লাগামের সাথে;
গলে পরে মরে যাই
চাবুকের আঘাতে
রোদ এসে বলে যায়
সকালের কথা;
আমার মৃত্যু হোক,
হোক বিধাতা!