খোদা তোমাকে বলি ভালো করে শোনো,
তোমার রসূলেরে যদি পাই কোনদিন
আমার গরীব ঘরে চাউলের গুড়ি আছে—
পিঠা করে তারে খাওয়াবোই একদিন!
যেকোন পিঠাই ধরো ভাপা কিবা রুটি
মোরগ রেখেছি এই ক্লিষ্ট খোয়ারে ধরে
নারকেল ঝোল দেবো রেঁধে এক বাটি
শফরী কলার কাঁদি পেকেছে ঘরে।
আমের আঁচারও আছে খুব কড়া ঝালে
তোমার হাবীব স্বাদে চোখ বুজে নিবে—
আমার তৃপ্তি তো তখনই হবে মা'বুদ;
মুরগীর ঝোলে রসূল রুটি ভিজাবে।
তাঁরে আমি খাওয়াবো আউশের ফেন
তাঁরে খাওয়াবো রেঁধে মৌড়ালা ঝোল
পুঁটির ঝালে নবী ভিষণই আরামে খাবে
গরীব পুকুরে রেখেছি বড় দুটো শোল
একবার যদি আসে তোমার হাবীব, মাবুদ
আমার মাটির ঘরে, প্রতিজ্ঞা করি—
সোনার থালা বেড়ে ভাত তাঁরে খাওয়াবো
বেচে দেবো আওলাদ নিজ ভিটেবাড়ি
শোনো না তুমি কি খোদা এই ফরিয়াদ?
একবার বাংলাতে এনে দাও তোমার নবী
নবীরে আমি একবেলা ভাত খাওয়াবো
বেহেশত চাইনি কেবল ছোট্ট এ দাবী!