আজ আমাকে একা করেছে
নিজের মতোই খোদা;
যেন শত আঘাতেই চূর্ণ আমি
একা'র পালের গোদা

আর আমাকে নিশ্চুপ করে
দূরে বসে হাসাহাসি —
আমার মধ্যে বেদনা চাষে
নিয়োজিত করে চাষী

দূরে বসে দেখে হাসেন তিনি
বাঁচার সাধ্য কই?
আমাকে খোদা উপরে তুলছে
দূরে ফেলে দিয়ে মই।


আমি যদিও কাঁদতে বসি —
দেখিয়ে মুছি পানি —
আরশে মোআল্লায় সারা পরে যায়
হরদম কানাকানি

তাহলে কি আমি হার মেনেছি
প্রশ্ন থাকে সবার ;
আমি বলি, হার মানাটা
প্রতিদিনকার খাবার৷


আমি হারি, আমরা হারি
হার মানতেই মজা;
যেন হার মানার এই রাজ্যপাটে
আমরা সবাই রাজা!