মৃদু এ বাতাসে যদি
গলা ছেড়ে ডাকি
তোমারে পাওয়া যাবে কি
দূরের পাখি?

এই বনে আমি ছাড়া
আর কেউ নাই
একা একা গান গাই
একা ধান খাই

তুমি এ পাখি সমাজে
হতে পারো রাণী
গাছে-গাছে লেখা হবে
অমর এ কাহিনী