বিলাপের সুরে আমি ডেকেছি হেই
মগজের তলে ভাসে রক্তের স্রোত
তোমার লাঠির তলে আমার মাথা
ককটেল ফাটে, রোড অবরোধ।
আমায় দাওনা তুমি একটু অধিকার
এ কেমন অদ্ভুত তুমি স্বৈরাচার
কথা যদি বলি শোনো প্রতিবাদ সুরে
ভেঙে ফেলে লাঠি এসে মাথা আর ঘাঁড়
এই পৃথিবী দ্বৈত কারুর নয় হে
একজনারই আছে করতল—
আমার হৃদয়ে বাজে মর্টার সেল
কথা যদি বলি তবে ফাঁসি কিবা জেল!