.*
যেন কোন মধ্যরাতে মরুভূমি বুকে
আমি নিম্নবিত্ত ঘোড়াহীন বেদুঈন
নরকেও আমার ঠাঁই হবে না
লক্ষ্যভ্রষ্ট বেদুঈন আমি বেদ্বীন

আমার দুচোখ বালুর সাথে
সেট হয়ে গেছে দূরে—
তবু ঘাস হীন এই তপ্ত মরুতে
তারাপথ খসে পরে

কেউ কি আছো আমার মতো
জীবনে নিরেট দূর্বিষহ চাপে?
আজো ঘোড়া হয়ে করি ঘোরাঘুরি;
জোড়া মরু যায় গলে তাপে।