এ যুগ দাপটের যুগ
দবঙ্গের দব্ঙ্গীপনা সব জায়গায়
দেখা যায় !
সে দিন স্ন্ধ্যায়
বেরিয়েছিলাম রাজপথ ধরে
দেখিলাম রাস্তার ধারে রয়েছে
এক ঠ্যালাগাড়ী মুখ থুবড়ে পড়ে !
সামনে দিয়ে চলছে বড় বড় গাড়ী
নানা রকম শক্তিশালী ভারী ভারী
দাপট দেখিয়ে,চলিতেছে এগিয়ে ! ঠ্যালাগাড়ী নিরূপায়
নিজ অস্তিত্ব ধীরে ধীরে হারায়
মুখ থুবড়ে, চুপসে এক কাতে রয়েছে পড়ে
বহু পূরাতন এই ঠ্যালাগাড়ী
একটু ঠ্যালা চায়!
দেখিলাম রাস্তার ওধারে
কিছু নিঃস হায়, দরীদ্র,
নিজেকে গুটায় শত্ছিদ্র বসন পরে
প্লাস্টিক চাল দেওয়া বস্তির কুটিরে !
দাপটের যুগে নিজেকে গুটায়
কারও ঠ্যালার আশায় !!