'শেষ' শব্দ্টা মনে হ্য় মিথ্যা
নেই 'শেষ' বলে কোনো কথা !
আমরা বলি বছর্ শেষ
কিন্ত সত্য কি তাই ?
বলা হ্য় বছর শেষ
সত্য কি তাই ?
বছর্ শুরূ হ্য়, জীবন শুরূ হ্য় ;
তা হলে যা ছিল তার কি হল ?
তাহা হারাইয়া গেল !
পূরানো বছর্ হারাইয়া নূতনের শুরূ
পূরানো জীবন হারাইয়া নূতন জীবন শুরূ !
জীবনে আমরা একে একে সব হারাই
শেষ না বলে বলতে হ্য় হারাই
যেমন পিত্রী হারা ,মাত্রী হারা, সন্তান হারা
কিছুর শেষ নাই, সব হারাই !
জীবনের পথে কেউ পথ ভ্রষ্ট , কেউ পথ হারা ,
কিন্তু পথের শেষ নাই !!