জীবনের সন্ধ্যা বেলা
থাকি যখন একলা
হিসেব করি চাওয়া পাওয়া
কী চেয়েছিলাম, কী পাইলাম
অন্যেরা কী পাইল
নিজের কী হ ইল ;
ভাবিয়া ভাবিয়া
দু চোখ ভরিয়া
জল আসিল :
য়ত করি তুলনা
চোখের জল বেগ মানেনা
স্ম্রীতির সাগরে হাবূডূবূ খাই
শেষে দেখী আমি কিছূ পাই নাই ;
করিলাম কত চাই চাই
এটা চাই ওটা চাই
বাল্য়কালের চাওয়া,
যোউবনের চাওয়া
ব্রধাব্স্থার চাওয়া
তার পর সব হাওয়া ;
চাই চাই চাই করিতে করিতে
মরিয়া যাই
জীবন ফুরিল চাওয়া ফুরিল না
আবার নূতন জীবন
নূতন চাওয়া
নিস্তার নাই !!