পুকুরপাড়ে, ছায়া কিসের?
এক মস্ত রুই রাতদুপুরে ঘাই দিয়ে ঘরে লেপে দিয়ে যায় দুটো বিষাক্ত উনুন।
অতলে যদি লুকিয়ে থাকে আমার পূর্বপুরুষ তবে ভিটাবাড়ির সিন্দুক খুজবো কেন গো?
জানোতো গোয়ালে সন্ধ্যাপ্রদীপ জ্বালালে পরদিন অষ্টাদশ অশ্বারোহী এসে হানা দেয় দ্রাক্ষাদুপুরে।
দেরী গো, দেরী তাই দেমাগে বাসরীবধূ দুয়ারে খিলান দিয়ে দূরাগত মেঘেতে বিলান।
হায় প্রেম, পানের বাটায়, আটপৌড়ে শাড়িতে মোছা ঘামে, চন্দনকাঠের শবদাহে গিয়ে তবে থামে?
সবশেষে সারি সারি সুপুড়ীর সায়, স্বজাতির স্বাধীকারী সমীচিন সুখও সংশয়?