প্রেম এক প্রাচীন ঋষি, কুহকের আশ্বাস
চিত্রাহরিণের পায়ের খুড়ে বিধে যাওয়া ফুল
নতজানু ঈশ্বরের কোকড়া চুলের আঘ্রান
আবারো শ্বেতবর্ণ জমা রাখে রাতের বকুল
ঘরফেরা পৌষের ঠোঁটে বুঝি ঘুমায় অঘ্রান
ভাঙে গাঙ্গেয় শুশুকের অমোঘ বিশ্বাস
দীর্ঘতর এক ছায়া ফেলে সন্ধ্যাজ্যোতি ম্লান
শাড়ির ভাজে স্বেদজ মায়ায় শংস্য প্রশ্বাস
দ্রাবিড়িয় ঘোড়া তার অবশেষে হারায় দুকূল